বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দলে চলল গুলি-বোমা


শাসকদল তৃণমূলের গোষ্ঠীকোন্দলে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত এলকার আমঝড়া গ্রামে। অভিযোগ, বুধবার রাতে যুব তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূলেরই অপর গোষ্ঠী। এই ঘটনায় দুই যুব তৃণমূলকর্মী গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ইজাজ আহমেদ লস্কর নামে একজনের পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় দুজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় মানুষদের দাবি, বুধবার রাতেই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। দেদার বোমা-গুলি চলে বলে অভিযোগ। এতেই আহত হয়েছেন দুজন। যুব তৃণমূলের অভিযোগ, তাঁদের দুই কর্মী ইজাজ ও রশিদ আলি গায়েনের ওপর হামলা চালায় তৃণমূল নেতা রাজা গাজির দলবলের বিরুদ্ধে।

যদিও রাজা গাজি এই অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলা চালানোর অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় তল্লাশি চালানোর সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি এলাকায় চলছে পুলিশের টহলদারি। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাইফুল্লা লস্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সাধারণ মানুষের অভিযোগ, বারবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে বাসন্তী ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা। অথচ বিধায়ক গোবিন্দ নস্করের দেখা নেই। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থামার লক্ষন নেই। অথচ শাসকদলের জেলা স্তরের কোনও নেতার কোন্দল থামানোর উদ্যোগ নেই। বিরোধী রাজনৈতিক নেতাদের দাবি, এলাকার দখল কাদের হাতে থাকবে সেটা নিয়েই দ্বন্দ্ব চলছে তৃণমূলের যুব ও মাদার সংগঠনের মধ্যে। যার জন্য নিত্যদিন সংঘর্ষে চরম সমস্যার মুখে পড়ছেন এলাকার সাধারণ মানুষ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم