কীভাবে মর্গে গেল রিয়া? মুম্বই পুলিশ ও কুপার হাসপাতালকে নোটিশ


অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি। এর আগে আলাদা আলাদা তদন্ত করছিল মুম্বই ও বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সামনে আসছে সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। সেই রিয়া চক্রবর্তীই কুপার হাসপাতালে সুশান্তের ময়নাতদন্তের সময় লুকিয়ে গিয়েছিলেন। সেই তথ্য ও ছবি আগেই ফাঁস হয়েছিল। সেই নিয়ে বিতর্কও কম হয়নি। এই বিতর্কে এবার কারণ দর্শানোর নোটিশ দিল মহারাষ্ট্র রাজ্য মানবাধিকার কমিশন। কীভাবে রিয়া ময়নাতদন্তের সময় হাসপাতালে পৌঁছে গেলেন সেটাই জানাতে হবে কুপার হাসপাতাল কর্তৃপক্ষ এবং মুম্বই পুলিশকে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, কোন নিয়মানুসারে ওইদিন রিয়াকে মর্গে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। সংবাদসংস্থা এএনআই মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের আধিকারিক এম সৈয়দকে উদ্ধৃত করেই এই খবর জানিয়েছে। সূত্রের খবর, গত ১৫ জুন মুম্বইয়ের কুপার হাসপাতালে সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত চলাকালীন প্রায় ৪৫ মিনিট ছিলেন রিয়া চক্রবর্তী। সকলের নজর এড়িয়ে তিনি পিছনের দরজা দিয়ে হাসপাতাল মর্গে ঢুকেছিলেন। তবে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি হয়ে যান। নিয়ম অনুযায়ী মৃতের কোনও আত্মীয় মর্গে থাকার অনুমতি পান। এক্ষেত্রে সুশান্তের কোনও আত্মীয়ই ছিলেন না সেদিন। অথচ রিয়া ভিতরে ছিলেন প্রায় ৪৫ মিনিট। বিতর্কে জড়িয়েছে রাজপুত কর্নিসেনা নামে এক সংগঠনের নেতা। তিনিই প্রভাব খাটিয়ে রিয়াকে মর্গে নিয়ে যান বলে অভিযোগ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم