প্রসূন গুপ্ত
দুদিনের দুই ঘটনা রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি করেছে| প্রথমত ভোটার লিস্ট, দ্বিতীয়ত লকডাউন নিয়ে বার্তা। জানা গেছে যে এবার থেকে নবান্ন থেকে আর লকডাউন ঘোষণা করতে পারবে না, কেন্দ্রীয় সরকার বিষয়টি দেখবে। কন্টেনমেন্ট এলাকায় কেবলমাত্র লকডাউন করা যাবে। তৃণমূলের প্রশ্ন, তাদের রাজ্যে কোথায় সমস্যা তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র কেন নাক গলাবে?এ বিষয়ে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি দিল্লি।
অন্যটি ভোটার তালিকা। ধার্য হয়েছে এবার থেকে সব ধরনের নির্বাচনে ভোটার তালিকা একই থাকবে। অর্থাৎ লোকসভা থেকে পঞ্চায়েতের ভোটার তালিকার নজরদারি করবে জাতীয় নির্বাচন কমিশন। এতেও প্রশ্ন তৃণমূল সমর্থকদের যে, তবে রাজ্য নির্বাচন দপ্তরের ভূমিকা কী?
কেউ কেউ এমন কথাও বলছে যে এবার “এক দেশ এক ভোট”-এর পরিকল্পনায় যাবে না তো মোদি সরকার? উত্তর মিলবে ২০২১ এর নির্বাচনের আগে|
إرسال تعليق
Thank You for your important feedback