টানা পাঁচমাস দেশের আটটি বড় শিল্পে সঙ্কোচন হল। জুলাই মাসে ওই শিল্পগুলিতে ৯.৬ শতাংশ উৎপাদন হ্রাস পেয়েছে। সোমবার সরকারি পরিংসখ্যানে উঠে এসেছে এই তথ্য। জুলাইয়ে এই আটটি শিল্পের মোট উৎপাদন সূচক ছিল ১১৯.৯। তা গত জুলাইয়ের সূচক থেকে ৯.৬ শতাংশ কম। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বৃদ্ধির হার মাইনাস ২০.৫ শতাংশ। চূড়ান্ত বৃদ্ধির হার মাইনাস ৩৭.৯ শতাংশ। দেশের মোট শিল্প উৎপাদনের ৪০.২৭ শতাংশই এই শিল্পগুলির।
একমাত্র সার ছাড়া কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, রিফাইনারি, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ জুলাইয়ে সবকটিরই উৎপাদন হয়েছে নেগেটিভে। কয়লার উৎপাদন কমেছে ৫.৭ শতাংশ। গত চারমাসে কমেছে ১২.৯ শতাংশ। অশোধিত তেল উৎপাদন জুলাইয়ে কমেছে ৪,৯ শতাংশ। চারমাসে ৬.১ শতাংশ। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমেছে ১০.২ শতাংশ। পেট্রোলিয়াম রিফাইনারির উৎপাদন কমেছে ১৩.৯ শতাংশ। ইস্পাত কমেছে ১৬.৪ শতাংশ। সিমেন্টের উৎপাদন কমেছে ১৩.৫ শতাংশ। চার মাসে মোট ৩২.২ শতাংশ। জুলাইয়ে বিদ্যুতের উৎপাদন কমেছে ২.৩ শতাংশ। চার মাসে মোট ৩.৯ শতাংশ। একমাত্র সারের উৎপাদনই জুলাইয়ে বেড়েছে ৬.৯ শতাংশ। গত চার মাসে তা বেড়েছে ৩.৯ শতাংশ।
إرسال تعليق
Thank You for your important feedback