সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখে এখন ফের ক্রিকেটের বিরাট কোহলি। বিশ্বকাপ না জিতলেও তিনিই নাকি সেরা। তবে সচিন তেন্ডুলকারের সাথে এখনই কেউ তুলনা করতে চান না। তাঁরা বলেন, তেন্ডুলকারকে টপকাতে আরও সময় লাগবে। সারা দেশ যখন আইপিএল নিয়ে আলোচনায় ব্যস্ত, তখনই সুনীল গাভাস্কার সব আলোচনায় জল ঢেলে দিলেন। তিনি নাকি সম্প্রতি বলেছেন নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩-র কঠিন বিশ্বকাপের ঘটনা মনে করিয়ে তিনি বলেন “কপিলই সর্বকালের সেরা।”। একটা সময়ে রসালো আলোচনার বিষয়ই ছিল কপিল-গাভাস্কারের ঝগড়া। আজ এতকাল পরে তাতে জল ঢেলে দিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাস্কার।
إرسال تعليق
Thank You for your important feedback