কেন আচমকা অবসর? ফাঁস করলেন রায়না


স্বাধীনতা দিবসের দিনই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বাঁ-হাতি ওপেনার সুরেশ রায়না। জাতীয় ক্রিকেট দলের দুই তারকার আচমকা অবসরে হতবাক ক্রিকেট বিশ্ব। এরপরই নানান জল্পনা শুরু হয়ে সোশাল মিডিয়াতে। কেন দুজনে একসঙ্গেই অবসরের কথা ঘোষণা করলেন? দুজনেই কি যোগসাজস রেখে অবসর নিলেন? নাকি নিতান্তই কাকতালীয় ঘটনা? সোমবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সব জল্পনার অবসান ঘটালেন বাঁ-হাতি ওপেনার ব্যাটসম্যান সুরেশ রায়না নিজেই। এদিন একটি সংবাদমাধ্যমে রায়না জানান, ‘আমরা ১৫ অগস্ট (শনিবার) অবসর ঘোষণা করব বলে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। ধোনির জার্সি নম্বর সাত এবং আমার তিন। দু’জনের মিলিয়ে হয় ৭৩ এবং এবছর ১৫ অগস্ট ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করল। তাই এর থেকে ভালো দিন হতে পারত না’। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে অবসর ঘোষণা করেন ধোনি। এর আধঘন্টার মধ্যেই সুরেশ রায়নাও জানিয়ে দেন তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। অনেকেই ভাবেন, নিতান্ত আবেগ থেকেই অবসর নিয়েছেন রায়না। প্রাক্তন ক্যাপ্টেন তথা মেন্টর ধোনির অবসর মন থেকে মেনে নিতে না পারায় তিনিও অবসর নিয়েছেন বলে মনে করছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে শেষপর্যন্ত অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল, তা ফাঁস করলেন রায়না।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم