সোমবার জেরা করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের বোন মিতু সিংকে। ডাকা হয়েছে বান্ধবী রিয়া চক্রবর্তীকেও। সিবিআই তাঁদের মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউসে ডেকে পাঠিয়েছে। মনে করা হচ্ছে, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা কলতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই প্রথম সুশান্তের পরিবারের কাউকে ডেকে পাঠাল সিবিআই। জানা গিয়েছে, ৮ জুন যেদিন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে বান্ধবী রিয়া বেরিয়ে যান, সেদিনই মীরা সেখানে গিয়েছিলেন। ১৪ জুন সুশান্তের মৃত্যুর দিন ভাইয়ের এক বন্ধুর ফোন পেয়ে বান্দ্রায় ছুটে গিয়েছিলেন তিনি। এর আগে মিতুকে জেরা করেছে ইডি। সুশান্তের আরেক বোন নিতু সিং আর তাঁর স্বামী ও পি সিংকেও সমন পাঠাচ্ছে সিবিআই। এর আগে টানা তিনদিন তাঁকে জেরা করা হয়েছে। রবিবার জেরা চলেছে ১০ ঘণ্টা। এছাড়াও সুশান্তের ফ্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ, পরিচারক দীপেশ সাওয়ন্ত ও অন্য কয়েকজনকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোও এই ঘটনার সঙ্গে মাদকের যোগযোগ নিয়ে খোঁজ চালাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback