এবার সুশান্তকাণ্ডে উঠে এল আমির খানের নাম, যোগাযোগ ছিল রিয়ার সঙ্গে



বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে একের পর এক নতুন রহস্যের জন্ম হচ্ছে। তদন্ত যতই এগোচ্ছে রহস্য ততই জটিল হচ্ছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর মোবাইলের কল লিস্ট ঘেঁটে একের পর এক সেলিব্রেটির সঙ্গে তাঁর যোগাযোগের হদিশ পাচ্ছেন ইডি ও সিবিআই-এর গোয়েন্দারা। এতদিন সুশান্তের মৃত্যু তদন্তে উঠে আসছিল করণ জোহর, মহেশ ভাট, সলমন খান, আদিত্য রায় কাপুরের মতো সেলিব্রেটিদের নাম। এবার নাম উঠছে বলিউডের সুপারস্টার ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানের নাম। জানা যাচ্ছে, রিয়ার মোবাইলের কল লিস্ট ঘেঁটে জানা গিয়েছে আমিরের সঙ্গে প্রায়ই ফোনে কথা বলতেন রিয়া। এখানেই উঠছে প্রশ্ন, কী এমন কথা থাকতে পারে রিয়ার সঙ্গে আমিরের? প্রসঙ্গত রিয়া বলিউডে সেভাবে কোনও ছাপ ফেলতে পারেননি। নেই কোনও হিট ছবিও। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবার রিয়ার নাম তোলার পরই রিয়া প্রচারের আলোয় উঠে আসে। অপরদিকে আমির খানের অভিনয়ের ছায়া নাকি দেখা যেত সুশান্তের অভিনয়ে, বলিউডে এটাই ছিল গুঞ্জন।

 
এই পরিস্থিতিতে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে বলিউডের বহু সেলিব্রেটির দহরম মহরম কেন সেটা নিয়েই কাঁটাছেড়া চলছে সোশাল মিডিয়ায়। এদিকে সুশান্তের খুন হয়েছেন বলে এবার নতুন দাবি করলেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিংহ। তিনি একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধান্ত পিঠানিকে কাঠগড়ায় তুলেছেন। সুশান্তের বাবার আইনজীবী বলেন, ‘সুশান্ত সিংহ রাজপুতকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এবং তা করেছে তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানি। সিদ্ধার্থ খুবই ধূর্ত এবং বুদ্ধিমান এক অপরাধী’। যদিও এই দাবির পক্ষে তিনি একাধিক যুক্তিও দিয়েছেন। আইনজীবী বিকাশ সিংহ দাবি করেন, ‘আমি সুশান্তের মৃতদেহের একাধিক ছবি দেখেছি। তাকে যে গলায় বেল্টের ফাঁস দিয়ে খুন করা হয়েছিল, এ বিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই। কারণ যে কাপড় সুশান্তের গলায় জড়ানো ছিল, তার থেকে গলায় ওই রকম গভীর ক্ষতচিহ্ন হতে পারে না’। অপরদিকে ইডি সূত্রে জানা যাচ্ছে, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকা নয়ছয়ের অভিযোগ উঠছিল, তারমধ্যে ৫৫ লাখ টাকার সঙ্গে প্রত্যক্ষভাবে রিয়ার কোনও যোগ নেই। তবে ওই টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ হল সেটা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم