প্রসূন গুপ্ত
সম্প্রতি তৃণমূলে হয়েছে ব্যাপক রদবদল। তারপরে হয়েছিল দলের নবগঠিত কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে শুভেন্দু অধিকারীর মতো নেতা কেন অনুপস্থিত, প্রশ্ন উঠেছে আগেই। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও শুভেন্দুর দেখা পাওয়া যায়নি। ফলে বেড়েছে গুঞ্জন। আর এই বৈঠক থেকেই নিঃশব্দে সংগঠনের দায়িত্ব থেকে অপসারিত হলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। প্রশন উঠছে. তবে কি তৃণমূলে শুভেন্দুর গুরুত্ব কমছে? সারা রাজ্যে রাজনৈতিক শিবিরে এখন এই প্রশ্নই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক কাঠামো শুভেন্দুকে বসিয়ে ঢেলে সাজানো হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই কাঠামো ভেঙে দিল দল। ফের হল রদবদল। এবং বাদ পড়লেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি যুব তৃণমূলেও যে রদবদল ঘটেছে তাতেও শুভেন্দুর অনুগামীদের অনেকেরই জায়গা হয়নি বলে দাবি তৃণমূলের একাংশের। প্রশ্ন উঠছে, যুবমহল কি দুইভাগে বিভক্ত? একটি সিটিজেন, অন্যটি অনুগামী। ২০২১ সালের নির্বাচনের আগে এটাই না বিজেপির তুরুপর তাস হয়ে দাঁড়ায়।
إرسال تعليق
Thank You for your important feedback