চিনা কোম্পানিকে বাদ দিতে ৪৪ বন্দে ভারত ট্রেনের টেন্ডার বাতিল


বন্দে ভারত প্রকল্পে ৪৪টি সেমি হাইস্পিড ট্রেন তৈরির টেন্ডার বাতিল করা হচ্ছে। রেলের তরফে বলা হয়েছে, মেক ইন ইন্ডিয়া-তে জোর দিতেই এই সিদ্ধান্ত। এই ৪৪টি ট্রেন তৈরির জন্য দরপত্র দেওয়া কোম্পানির মধ্যে সিআরআরসি পাইওনিয়র ইলেক্ট্রিক (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ছিল। অনেকের মতে, এটি চিনা সংস্থা হওয়ায় টেন্ডার বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে সংশোধিত টেন্ডার ছাড়া হবে। সিআরআরসি ইয়ংজি প্রাইভেট লিমিটেড চিনা সংস্থা। এর সঙ্গে গুরগাঁয়ের পাইওনিয়র ইলেক্ট্রিকের জয়েন্ট ভেঞ্চারে এই সেমি হাইস্পিড ট্রেন তৈরির কথা ছিল। নতুন টেন্ডার ডেকে দেশীয় সংস্থাকে বরাত দেওয়া হবে বলে জানিয়েছে রেল। আরও পাঁচটি সংস্থা বন্দেভারত প্রকল্পে বরাত পেয়েছে। তার মধ্যে আছে সাঙ্গুরের ভারত ইন্ডাস্ট্রিজ, হায়দরাবাদের মেধা গ্রুপ, নভি মুম্বইয়ের পাওয়ারনেটিক্স ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড ও হিমাচল প্রদেশের ইলেক্ট্রোওয়েভ ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড। তাদের সঙ্গে চুক্তি বজায় থাকবে বলে জানিয়েছে রেল। লাদাখ সীমান্তে চিনা হানাদারির পর টিকটক, শেয়ারইটের মতো ৫৯টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। ৪৭০ কোটি টাকার ডেডিকেটেড ফ্রেট করিডোরের ক্ষেত্রেও টেন্ডার বাতিল করা হয়েছিল এবার বন্দে ভারত প্রকল্পেও বরাত বাতিলের পথে হাঁটল কেন্দ্র।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم