জানুয়ারিতেই করোনার টিকা রাজ্যে, দাবি নাইসেড অধিকর্তার


আগামী বছরের জানুয়ারি মাসেই অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গও করোনার টিকা পাবে। এমনটাই জানালেন নাইসেড-এর অধিকর্তা শান্তা দত্ত। তিনি আরও জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দেশীয় করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে। সেখানে এই রাজ্যের অন্তত এক লাখ মানুষ অংশ নেবে। উল্লেখ্য, করোনা মহামারীর টিকা তৈরিতে ভারত বায়োটেক নামে এক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে ICMR। প্রথম দুই পর্যায়ের টিকার পরীক্ষা সফল হয়েছে বলেই জানা যাচ্ছে। তাই এবার অপেক্ষা তৃতীয় পর্যায়ের। বেলেঘাটা নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে তৃতীয় পর্যায়ের টিকার পরীক্ষা হবে। এর ফলাফল জানার কথা ৬ মাস পর। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে ৪ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা যেতে পারে। সেক্ষেত্রে জানিয়ারি মাসেই করোনার টিকা চলে আসতে পারে বলেই মনে করছেন তিনি। অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও পাওয়া যাবে টিকা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم