প্রবল বৃষ্টিতে বেলেঘাটায় ভাঙল বাড়ি, মৃত্যু বৃদ্ধার


বুধবার গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে কলকাতার বেলেঘাটায় একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। সেই সঙ্গে আহত হয়েছেন ওই পরিবারের কয়েকজন। অভিযোগ, ধ্বংসস্তূপে দীর্ঘক্ষণ চাপা পড়েছিলেন ওই বাড়ির বাসিন্দারা। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করে। ৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডের বাড়িটি প্রায় ১৫০ বছরের পুরনো। জীর্ণ দশার এই বাড়িটির একাংশ বুধবার গভীর রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে প্রতিমা সাহা নামে এক বৃদ্ধার। প্রবল বৃষ্টির জন্য উদ্ধারকাজে ব্যাঘাত হয় বলেই জানা গিয়েছে। দীর্ঘক্ষণ পর ধ্বংসস্তূপের তলা থেকে সংজ্ঞাহীন অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, দীর্ঘদিন আগেই এই বাড়িটি বিপজ্জনক বলে ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। কিন্তু শরিকি বিবাদের জেরেই এই বাড়ি ছাড়তে নারাজ ছিলেন বৃদ্ধার পরিবার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم