ট্রমা কেয়ার সেন্টার থেকে উধাও রোগী। কাঠগড়ায় রাজ্যের একনম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। নিরাপত্তাবলয় ভেঙে অশোকনগরে হাজির অসুস্থ ব্যক্তি। পরে বাড়ির লোকজন ফের নিয়ে আসেন হাসপাতালে।১৬ আগস্ট পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা ভোলানাথ সরকার। পরিবারের লোকজন তাঁকে ভর্তি করেন এসএসকেএমে। এসএসকেএমের ট্রমা কেয়ারে চলছিল চিকিৎসা সোমবার দুপুরে হঠাৎই নিখোঁজ হয়ে যান রোগী। রোগীর খোঁজ শুরু হয় চারদিকে। একের পর এক থানার দ্বারস্থ হয় পরিবার।একদিকে যখন রোগীর খোঁজে তোলপাড় চলছে, তখন সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ অশোকনগরে নিজের বাড়ি পৌঁছন রোগী। আপাতত ফের রোগীকে এনে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। রোগী দ্রুত সুস্থ হয়ে উঠুন চাইছেন পরিজনেরা। সোমবারই করোনা আক্রান্ত মা ও শিশু উধাও হয়ে যায় কলকাতা মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে। শিশুকে নিয়ে মা ধাপায় বাড়ি পৌঁছে যাওয়ার পর টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়। এরপর খোঁজ শুরু হয়। পরে প্রগতি ময়দান থানা এলাকার বাড়ি থেকে মা ও শিশুকে উদ্ধার করে কলকাতা মেডিকেলে নিয়ে আসা হয়।
إرسال تعليق
Thank You for your important feedback