কলেজে ভর্তির প্রসেসিং ফি বেঁধে দিল রাজ্য


করোনা কালে কলেজে ভর্তির পদ্ধতিতে আমূল পরিবর্তন হয়েছে। কলেজের সামনে ফর্ম তোলা ও জমা দেওয়ার জন্য পড়ুয়াদের দীর্ঘ লাইন আজ নেই। তার বদলে ইন্টারনেটেই চলছে ভর্তি প্রক্রিয়া। কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হতেই অভিযোগ আসতে শুরু করে অনেক কলেজ কর্তৃপক্ষ বেশি টাকা নিচ্ছে। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। বেঁধে দেওয়া হল প্রসেসিং ফি। উল্লেখ্য, ১০ আগস্ট থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়া এমনটাই সরকারি নির্দেশিকা ছিল।

দিন কয়েকের মধ্যেই উচ্চশিক্ষা দফতরে ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আসতে শুরু করে বেশি ফি নেওয়ার অভিযোগ। কিন্তু বর্তমান করোনা আবহ ও লকডাউনের জেরে বেশিরভাগ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্গিন। ফলে বেশি ফি দিয়ে কলেজে ভর্তি করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল পড়ুয়াদের অভিভাবকদের। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। মঙ্গলবারই রাজ্যের বিশেষ সচিব চিঠি লেখেন সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। তাতেই তিনি জানিয়ে দিয়েছেন, কলেজে ভর্তির প্রক্রিয়ায় কলেজগুলি প্রসেসিং ফি ১৫০ টাকার বেশি নিতে পারবে না। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। তবে ভর্তির জন্য ফি নিয়ে কিছু জানানো হয়নি ওই নির্দেশিকায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم