করোনার লকডাউনের মধ্যেও সুপ্রিম কোর্ট অন্তত ১৫ হাজার মামলার শুনানি ভিডিও
কনফারেন্সে করতে পেরেছে। নিষ্পত্তি হয়েছে ৪,৩০০ মামলার। গত ১০০ দিনে
শুনানিতে অংশ নিয়েছেন ৫০,৪৭৫ জন আইনজীবী। মোট শুনানি হয়েছে ১,০২১ বেঞ্চে।
গত ২৩ মার্চ থেকে ভিডিও কনফারেন্সে শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম
কোর্টের রেজিস্ট্রির ১২৫ জন কর্মচারী ও তাঁদের পরিবাররে লোকজন করোনায়
সংক্রমিত হলেও সীমিত কর্মী নিয়ে কাজ চালিয়ে গিয়েছে আদালত। বিশেষ জোর দেওয়া
হয়েছে জরুরি মামলাগুলির ওপর। ১৬ মার্চ থেকে একদিনও বন্ধ হয়নি রেজিস্ট্রি।
إرسال تعليق
Thank You for your important feedback