বীরভূমে তিন রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ


বুধবার ভোরে বীরভূমের দুই জায়গায় তিনটি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে বীরভূমের পারুই থানার ইমাদপুরে দুই আদিবাসী যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পারুই থানার পুলিশ দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতের অন্ধকারে কোনও গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে পালিয়েছে। দেহদুটি পথের ধারেই পড়েছিল। পুলিশ জানিয়েছে মৃতদের নাম রূপতন সরেন ও মিলন হেমরম। সম্পর্কে তাঁরা জামাইবাবু ও শ্যালক। তবে এটা খুনের ঘটনা কিনা জানতে তদন্ত শুরু করেছে পারুই থানার পুলিশ।
অপরদিকে মহম্মদবাজার থানা এলাকাতেও এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মহম্মদবাজার থানা এলাকার শেওড়াফুলিতে এক পরিত্যক্ত হোটেল থেকে দেহটি উদ্ধার হয়েছে। মৃতের নাম সমর হাঁসদা বাড়ি ওই এলাকারই মহুলবাগান গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দিনমজুরের কাজ করতেন। পাশাপাশি গাড়ির খালাসীর কাজও করতেন সমর হাঁসদা। পুলিশের প্রাথমিক অনুমান পাথর জাতীয় কোনও ভারী বস্তু দিয়ে থেঁতলে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে কেন তাঁকে খুন করা হল সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহটি সিউড়ি স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم