গত ২৪ ঘণ্টায় চারটি অভিযানে কাশ্মীরে খতম হয়েছে তিন জঙ্গি। গ্রেফতার হয়েছে ৪
জন। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। কাশ্মীরের
কুপওয়ারা জেলার হান্ডওয়ারায় বুধবার বিকেলে সংঘর্ষে খতম হয়েছে দুই লস্কর
জঙ্গি। জঙ্গিদের একজন লস্করের কম্যান্ডার নাসিরউদ্দিন লোন বলে জানা গিয়েছে।
সোপোর ও হান্ডওয়ারায় সিআরপিএফ জওয়ানদের হত্যায় সে জড়িত ছিল। সোপিয়ানে
আরেকটি সংঘর্ষে খতম হয়েছে আরও হিজবুলের এক জঙ্গি। সে কুলগামের বাসিন্দা।
পালিয়ে গিয়েছে আরও ২ জন। মোলুতে আরও একটি সংঘর্ষ হয়েছে। সেখানে মারা গিয়েছে
আরও এক জঙ্গি। আরও দুই জায়গায় দুটি সংঘর্ষে গ্রেফতার হয়েছে চারজন।
إرسال تعليق
Thank You for your important feedback