তৃণমূল ও বিজেপি এখন রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল। দুই দলই নতুন মুখ খুঁজছে। বিজেপির চাই মুখ্যমন্ত্রীর মুখ, তাই ভাসিয়ে দেওয়া হচ্ছে নানান নাম। এমনকি এই দৌঁড়ে নাকিসৌরভ গাঙ্গুলিও আছেন। এসব অবশ্য পাত্তা দিচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্যের দায়িত্বে থাকা কৈলাশ বিজয়বর্গিও বলেছেন যে, জিতে আসার পর ঠিক করা যাবে কে হবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রধানমন্ত্রীর মুখ ছিল নরেন্দ্র মোদি, বিরোধীদের মুখই ছিল না কাজেই বিজেপির জেতাটা অনেক সোজা হয়েছিল। এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই রাজ্যের ক্ষেত্রে তাঁরা চুপ করে থাকবে, এটা অাশা করা যায় না। কিন্তু এখনও বিষয়টি তাদের ভাবনায় রয়েছে। পুজোর পর ঝোলা থেকে বেরোতে পারে নতুন খবর। তার আগে গোষ্ঠীকোন্দল সামলাতে চাইছে বিজেপি।
পাশাপাশি তৃণমূলের মুখ খোঁজার দরকার নেই। কারণ দলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিভিন্ন শাখা সংগঠনে নেতৃত্ব বদলে ফেলছে শাসকদল। আসন্ন বিধানসভা নির্বাচনে ইমেজ বদলাতে শোনা যাচ্ছে অনেক নতুন ব্যক্তিত্বকে নামানো হতে পারে ভোট যুদ্ধে। এ ব্যাপারে গুঞ্জন, তৃণমূল প্রাক্তন সিপিএম নেতা-মন্ত্রীর সাথেও কথা বলছে। কিন্তু নতুন মুখ কেন? দুটি দলই জানে লড়াইটা কঠিন। একটি দলে নেতার অভাব, অন্য দলে নেতার ইমেজের। শেষ পর্যন্ত কি হয় অপেক্ষা করতে হবে ২০২১-এর নির্বাচন পর্যন্ত।
إرسال تعليق
Thank You for your important feedback