বায়ার্ন না পিএসজি, কে হবে ইউরোপ সেরা?


আজই ইউরোপীয় ফুটবলের মহারণ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ বা পিএসজি। চলতি চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে ভালো ফর্মে রয়েছে বায়ার্ন মিউনিখ। একদিকে যেমন প্রচুর গোল করেছে রবার্ট লেওনডস্কির দল, তেমনই গোলও কম হজম করেছে তাঁরা। গোলের নীচে রয়েছেন অভিজ্ঞ ইমানুয়েল ন্যয়ার। অপরদিকে দলগত সংহতি নিয়ে ফুটবল খেলছে পিএসজি। যদিও তাঁদের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেমার ও এমব্যাপে। গোলও করছেন এই জোড়া ফলা। ফলে ম্যাচটি যে ফিফটি-ফিফটি সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) ১৫ গোল করে ফেলেছেন রবার্ট লেওনডস্কি। ফাইনালে আর দুটি গোল করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তিনি এক মরসুমে সর্বাধিক ১৭ গোল করেছিলেন। লেওনডস্কিকে যোগ্য সঙ্গত দিচ্ছে নাব্রি-পেরিসিচ, মুলারের মতো ফুটবলাররা। তবুও এবারের চ্যাম্পিয়নস লিগ অঘটনে ভরা, তাই আন্ডার ডগ হিসেবে টুর্নামেন্টে নামা পিএসজি কিন্তু যথেষ্ট বেগ দেবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। তবে আজ রাতেই পরিস্কার হয়ে যাবে নেমার না লেওনডস্কি? কার হাতে উঠবে ইউরোপের সেরা ট্রফি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم