বাঁকুড়ায় ধেয়ে এল ‘টর্নেডো’, দেখুন ভিডিও…

টর্নেডো, যা কিনা আমেরিকাতেই দেখা যায়। কিন্তু এই ভয়ানক টর্নেডো দেখা গেল বাঁকুড়ায়। এই জেলার পাত্রসায়র থানার জামকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার তালসাগ্রা গ্রামেই দেখা মিলল এই ঘূর্ণিঝড়ের। সোমবার পড়ন্ত বিকেলেই চাষের জমিতে কাজ করার সময় আচমকাই এই ঘূর্ণিঝড়টি দেখতে পান গ্রামবাসীরা। অনকেই দূর থেকে দেখে ছুটে আসেন। কেউ কেউ ভিডিও করে রাখেন। মাত্র কয়েক মিনিট স্থায়ী ছিল টর্নেডোর আকারের ঘূর্ণিঝড়টির। আবহবিদরাও বলছেন এটি বিরল দৃশ্য। কারণ এই ধরণের ঝড় মূলত আমেরিকা মহাদেশেই দেখা যায়। তবে আবহবিদদের অনেকে এটাকে ‘ট্যুইস্টার’ ঝড় বলছেন। তবে ছোট জায়গায় তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টি কয়েক মিনিটেই তছনছ করে দেয় বিস্তীর্ণ এলাকার চাষের খেত। এই ঘটনার পর বাঁকুড়ার পাত্রসায়র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী যথেষ্ট আতঙ্কে রয়েছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم