করোনা যুদ্ধে হার মানলেন এগরার তৃণমূল বিধায়ক


রাজ্যের আরও এক বিধায়কের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের। সোমবার ভোর চারটে পনেরো নাগাদ মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। গত ১৮ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর তৃণমূল বিধায়ককে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু মাসের ২৫ তারিখ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সমরেশবাবুকে কলকাতার বেলেঘাটা আইডি (কোভিড) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। তাই তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।

সোমবার ভোরেই মৃত্যু হয় এগরার তৃণমূল বিধায়কের। সমরেশবাবু এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন। বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার রাজনৈতিক মহলে। অপরদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদার দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবারই তাঁর লালারসের নমুমা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে আপাতত হোম আইসোলেশনেই থাকতে বলা হয়েছে। বাড়িতেই চিকিৎসা চলছে কৃষ্ণেন্দুবাবুর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم