সোনার গয়না আর নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেল একদল বাঁদর! তামিলনাডুর তাঞ্জাভুর জেলাক ভিরামানগুদি গ্রামের ঘটনা। মঙ্গলবার এক ৭০ বছরের বৃদ্ধা ভি শরথাম্বলের কুঁড়েঘর থেকে চুরি হয়েছে গয়ানাগাঁটি, টাকা। ওই বৃদ্ধা একাই থাকেন। চুরির সময় তিনি তিনি ঘরের বাইরে কাপড় কাচছিলেন। বাঁদররা সেইসময় ঘরে ঢুকে একটা ঝুঁড়িতে রাখা কলা আর চাল নিয়ে পালায়। সেই চালের পুঁটলিতেই ছিল শরথাম্বলের যাবতীয় সঞ্চয়। টের পেয়ে তিনি তাড়া করেন বাঁদরদের। পাশের সরকারি প্রাথমিক স্কুলের ছাদেও ধাওয়া করেন। জানা গিয়েছে, বাঁদররা তখন কলা আর চাল খেতে শুরু করে দিয়েছে। স্থানীয় লোকজন তাদের তাড়া করলে বাঁদরগুলো ব্যাগ নিয়েই পালিয়ে যায়। মাঠে একশো দিনের কাজের টাকা জমিয়ে গয়না তৈরি করেছিলেন বৃদ্ধা। টাকা রাখা ছিল বিপদ আপদের জন্য।
সোনার গয়না আর নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেল একদল বাঁদর! তামিলনাডুর তাঞ্জাভুর জেলাক ভিরামানগুদি গ্রামের ঘটনা। মঙ্গলবার এক ৭০ বছরের বৃদ্ধা ভি শরথাম্বলের কুঁড়েঘর থেকে চুরি হয়েছে গয়ানাগাঁটি, টাকা। ওই বৃদ্ধা একাই থাকেন। চুরির সময় তিনি তিনি ঘরের বাইরে কাপড় কাচছিলেন। বাঁদররা সেইসময় ঘরে ঢুকে একটা ঝুঁড়িতে রাখা কলা আর চাল নিয়ে পালায়। সেই চালের পুঁটলিতেই ছিল শরথাম্বলের যাবতীয় সঞ্চয়। টের পেয়ে তিনি তাড়া করেন বাঁদরদের। পাশের সরকারি প্রাথমিক স্কুলের ছাদেও ধাওয়া করেন। জানা গিয়েছে, বাঁদররা তখন কলা আর চাল খেতে শুরু করে দিয়েছে। স্থানীয় লোকজন তাদের তাড়া করলে বাঁদরগুলো ব্যাগ নিয়েই পালিয়ে যায়। মাঠে একশো দিনের কাজের টাকা জমিয়ে গয়না তৈরি করেছিলেন বৃদ্ধা। টাকা রাখা ছিল বিপদ আপদের জন্য।
إرسال تعليق
Thank You for your important feedback