অভিভাবকহীন উত্তর দমদম

 
প্রসুন গুপ্ত
উত্তর ২৪ পরগনার পুরোনো পুরসভাগুলির মধ্যে অন্যতম উত্তর দমদম পুরসভা। আর এই পুর এলাকা নিয়েই গঠিত উত্তর দমদম বিধানসভা কেন্দ্র। মূলত ওপার বাংলার শরণার্থীদের বাস এই এলাকায়। ফলে প্রথম থেকেই বামদুর্গ বলে পরিচিত উত্তর দমদম। কিন্তু ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় দীর্ঘসময় পর বামদুর্গে ফাটল ধরে উত্তর দমদমে। বাম প্রার্থীকে হারিয়ে এই কেন্দ্র থেকে জেতেন দক্ষিণ কলকাতার অভিজাত এলাকার আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও পুরসভার দখল থাকে বামেদেরই হাতে। ২০১৪ লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল জিতলেও ফল আশানুরুপ হয়নি। ২০১৬ বিধানসভা নির্বাচনেই সেটা প্রমাণ হয়ে যায়। এবার সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কাছে হেরে যান তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। এমন একটা সময় এই পরাজয় যখন এই এলাকার আশেপাশের প্রায় সব আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে উত্তর দমদমে কেন এমন হল?

আসলে উত্তর দমদমে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ও বারবার পুরসভার চেয়ারম্যান ও পার্ষদ বদলের মতো সমস্যার সমাধান করতে পারেনি তৃণমূল। নেতার হাট, ছোট-বড়-মাঝারি বহু নেতার নিয়মিত আগমন এই এলাকায়। সংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা কাঁথি থেকে উপনির্বাচনে জিতে আসা চন্দ্রিমা ভট্টাচার্য সকলেই বিভিন্ন সময়ে উত্তর দমদমে আসছেন। অথচ উত্তর দমদমের স্থানীয় নেতারা বুঝেই উঠতে পারেন না কাজের কৈফিয়ক কার কাছে দেওয়া যাবে। আপাতত দায়িত্ব ন্যস্ত বিধান বিশ্বাসের ওপর। তবুও বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান মাঝে বিধান তাঁর বিধানটি দিয়ে উঠতে পারেন না। এছাড়া কর্মকাণ্ডেও রয়েছে নানান অশান্তি।

আগামী নির্বাচনে কাকে প্রার্থী করবে দল সেটাও বুঝে উঠতে পারছেন না এই এলাকার তৃণমূল কর্মীরা। এছাড়াও উত্তর দমদমে দ্রুত শক্তিবৃদ্ধি হচ্ছে গেরুয়া শিবিরের। তাই কার্যত অভিভাবকহীন উত্তর দমদম বহু নেতার মাঝেও সঠিক অভিভাবককেই পাচ্ছে না। ২০২১-এর নির্বাচনে কী দাঁড়াবে?

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم