ফের নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস


উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তার জেরে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়ার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বাড়বে নদীর জলস্তরও। এই ক’দিন মৎসজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরের আরেকটি নিম্নচাপের ফলে বৃষ্টি হলেও শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমেছে। সোমবার বিকেলের পর দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন থেকেই নতুন নিম্নচাপের ফলে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতে পারে বেশ কয়েকটি জেলা

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم