নজরে সংখ্যালঘু ভোট, বিজেপির বৈঠকে আলোচনা


লক্ষ্য এবার সংখ্যালঘু ভোট। বিজেপির বিধানসভা কেন্দ্রওয়ারি ৪ সাংগঠনিক জেলার আলোচনায় উঠল এই বিষয়। বুধবার দুপুরে হাওড়া সদর ও গ্রামীণ মিলিয়ে সংখ্যালঘু ভোট নিয়ে কথা হয়েছে। আরামবাগ, শ্রীরামপুরের সংখ্যালঘু ভোট নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। দুই কেন্দ্রেই ১২% থেকে /১৫% সংখ্যালঘু ভোট রয়েছে। জানা গিয়েছে, জেলা নেতৃত্বের বক্তব্য, বহু সংখ্যালঘু জায়গায় বিজেপির কর্মীরা ঢুকতে পারছেন না। তাঁরা ভয় পাচ্ছেন। কিন্তু সেখানে বিজেপির সমর্থন রয়েছে। জেলাগুলির সংখ্যালঘু এলাকায় বিশেষ নজর দিতে চলেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। পরে ঘাটাল, কাঁথি, তমলুক, হুগলি কেন্দ্র নিয়েও আলোচনা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم