যাবতীয় করোনা সুরক্ষাবিধি মেনে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করতে রেল বোর্ডকে চিঠি দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, শুক্রবার রাতেই রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়ে দিয়েছেন এই মর্মে। ওই চিঠিতে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বর থেকে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালু করা হলে রাজ্য সরকারের কোনও আপত্তি থাকবে না। তবে গোটা প্রক্রিয়া যেন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয় সেই আবেদনও করা হয়েছে চিঠিতে। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকেই দেশ আনলক ৪ পর্বে প্রবেশ করবে। এই পর্বে মেট্রো ও ট্রেন পরিষেবার সঙ্গে সিনেমা হল চালু করার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার।
তবে লোকাল ট্রেন চালাতে গেলে রাজ্য সরকারের সহযোগীতা দরকার এই করোনা পরিস্থিতিতে। কারণ ট্রেন ও স্টেশনগুলিতে ভিড় এড়াতে রাজ্য পুলিশের সাহায্যের প্রয়োজন। এর আগে রাজ্যের আপত্তি ছিল মেট্রো চালু করা নিয়ে। এবার রাজ্য সরকারই জানিয়ে দিল এই দুই গণপরিবহণ চালু করা যেতে পারে। উল্লেখ্য, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সীমিত সংখ্যায় লোকাল ট্রেন চালানো যেতে পারে। এবার তার রেশ ধরেই স্বরাষ্ট্রসচিব রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিল ট্রেন চালানোর আবেদন জানিয়ে। করোনা সংক্রমণের জেরে গত ২২ মার্চ থেকে দেশজুড়ে বন্ধ ছিল যাবতীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা। পরবর্তী সময়ে ১ জুন থেকে আনলক পর্বের শুরুতে শ্রমিক স্পেশাল ও একশোটির মতো কোভিড স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এবার আনলক ৪ পর্বে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু হওয়ার উজ্জ্বল সম্ভবনা তৈরি হল।
তবে লোকাল ট্রেন চালাতে গেলে রাজ্য সরকারের সহযোগীতা দরকার এই করোনা পরিস্থিতিতে। কারণ ট্রেন ও স্টেশনগুলিতে ভিড় এড়াতে রাজ্য পুলিশের সাহায্যের প্রয়োজন। এর আগে রাজ্যের আপত্তি ছিল মেট্রো চালু করা নিয়ে। এবার রাজ্য সরকারই জানিয়ে দিল এই দুই গণপরিবহণ চালু করা যেতে পারে। উল্লেখ্য, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সীমিত সংখ্যায় লোকাল ট্রেন চালানো যেতে পারে। এবার তার রেশ ধরেই স্বরাষ্ট্রসচিব রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিল ট্রেন চালানোর আবেদন জানিয়ে। করোনা সংক্রমণের জেরে গত ২২ মার্চ থেকে দেশজুড়ে বন্ধ ছিল যাবতীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা। পরবর্তী সময়ে ১ জুন থেকে আনলক পর্বের শুরুতে শ্রমিক স্পেশাল ও একশোটির মতো কোভিড স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এবার আনলক ৪ পর্বে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু হওয়ার উজ্জ্বল সম্ভবনা তৈরি হল।
إرسال تعليق
Thank You for your important feedback