বেশ কয়েকবছর ধরেই বলিউডের স্ট্রংম্যান সলমন খান তাঁর বাংলোয় ধুমধাম করে গণেশ পুজো করেন। পুজোর কটা দিন আম জনতার জন্য কউলে দেওয়া হয় বাড়ির সদর দরজা। বলিউডের বিভিন্ন ব্যক্তিত্বও আমন্ত্রিত থাকেন ও পুজোর প্রসাদ গ্রহণ করেন। ঘনিষ্ঠমহলে সল্লুবাবা জানিয়েছেন, পুজো তো আর বন্ধ রাখা যাবে না। তবে করোনার জন্য আমজনতার ভিড় এবার হবে না। এটাই তাঁর বড় আক্ষেপের বিষয়। প্রসঙ্গত, পুজোর আগে পরে সলমন নিডেই প্রতিমা নিয়ে আসেন এবং নিরঞ্জনের সময় নিজেই উপস্থিত থাকেন।
বেশ কয়েকবছর ধরেই বলিউডের স্ট্রংম্যান সলমন খান তাঁর বাংলোয় ধুমধাম করে গণেশ পুজো করেন। পুজোর কটা দিন আম জনতার জন্য কউলে দেওয়া হয় বাড়ির সদর দরজা। বলিউডের বিভিন্ন ব্যক্তিত্বও আমন্ত্রিত থাকেন ও পুজোর প্রসাদ গ্রহণ করেন। ঘনিষ্ঠমহলে সল্লুবাবা জানিয়েছেন, পুজো তো আর বন্ধ রাখা যাবে না। তবে করোনার জন্য আমজনতার ভিড় এবার হবে না। এটাই তাঁর বড় আক্ষেপের বিষয়। প্রসঙ্গত, পুজোর আগে পরে সলমন নিডেই প্রতিমা নিয়ে আসেন এবং নিরঞ্জনের সময় নিজেই উপস্থিত থাকেন।
إرسال تعليق
Thank You for your important feedback