কমবয়েসীরাই এখন করোনাভাইরাসকে ছড়াচ্ছে। তারা জানেও না তাদের সংক্রমণ রয়েছে। বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু জানিয়েছে, কুড়ি, তিরিশ বা চল্লিশবছরের যুবতযুবতীরাই এখন করোনার বাহক। তারাই করোনার বাড়বাড়ন্তের মূলে। ফলে যাদের ঝুঁকি বেশি তাদের সংক্রমণ হচ্ছে কমবয়েসীদের থেকে। বিশেষ করে, বয়স্ক, অসুস্থদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। যারা ঘনবসতি অঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। হু জানাচ্ছে, কমবয়েসীদের মধ্যে এ মাসে করোনা সংক্রমণ বেড়েছে। তাদের আক্রান্ত হওয়ার অনুপাত বেশি। হু-র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ডিরেক্টর তাকেশি কাসাই বলেছেন, কমবয়েসীরা রোগ ছড়াচ্ছে তাদের অজান্তেই। আগে যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলে ভাবা হচ্ছিল, সেইসব দেশের অনেকগুলিতেই ফের করোনার প্রকোপ বাড়ছে। এটাকে নতুন করে সংক্রমণ বলে ভাবা ঠিক হবে না। বরং মহামারি এখন নতুন পর্যায়ে গিয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। তার চরিত্র পাল্টালেও করোনাভাইরাস আপাতত স্থিতিশীল।
إرسال تعليق
Thank You for your important feedback