শুক্রবার লকডাউনের দিন সাতসকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির দাদপুরে। দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্য পুলিশের কম্যান্ডিং অফিসার (CO) দেবশ্রী চট্টোপাধ্যায়। উল্লেখ্য তিনিই কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি ছিলেন। এদিনের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীরও। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুত গতির জন্য নিয়ন্ত্রন হারায় পুলিশের গাড়িটি। এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার বালির লরির পিছনে ধাক্কা মারে সেটি। মৃত দেবশ্রী চট্টোপাধ্যায় রাজ্য পুলিশের ১২ ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে পোষ্টিং ছিল। তিনি বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়ি ফিরছিলেন।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত গাড়ির চালকের নাম মনোজ সাহা ও নিরাপত্তারক্ষীর নাম তাপস বর্মণ। তিনজনের দেহই উদ্ধার করে হুগলি ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দাদপুর থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ১০ নাগাদ কলকাতার দিকে যাওয়ার পথে দাদপুর থানার হোদলা ব্রিজের কাছে ঘটে দুর্ঘটনা। দেবশ্রীদেবীর গাড়িটি ট্রাকের পিছনে ধাক্কা মেরে পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলের কাছেই নাকা চেকিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার। তাঁরাই ছুটে এসে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। অপরদিকে রাজ্য পুলিশের অন্যতম দক্ষ পুলিশ আধিকারিকের এহেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পুলিশ মহল। উল্লেখ্য, তিনি কলকাতা পুলিশেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশের পদস্থ আধিকারিকরা।
إرسال تعليق
Thank You for your important feedback