দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ পেরিয়ে গেল। ৩০ থেকে ৪০ লাখে পৌঁছতে লেগেছে মাত্রই ১৩ দিন। এখন সংক্রমিতের মোট সংখ্যা ৪০,১০,৮৭৭ জন। মোট মৃতের সংখ্যা ৬৯,৫৪৬। গত বৃহস্পতিবার আর শুক্রবারের মধ্যে নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৩,৩৪১ জন। মারা গিয়েছেন ১,০৯৬ জন।
[আরও পড়ুন : করোনা পরীক্ষার পরই বিধানসভায় যেতে পারবেন বিধায়করা]
গত ৪ দিনে মৃতের সংখ্যা ১ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সুস্থ হয়েছেন ৩১,০৬,৯২১ জন। সুস্থতার হার এখন ৭৭ শতাংশ। এই নিয়ে টানা ৯ দিন সুস্থ হওয়ার সংখ্যা ৬০ হাজারের বেশি হয়েছে। মন্ত্রকের দাবি, দেশে মৃত্যুর হার বিশ্বের হারের থেকে কম। এবং তা ক্রমেই কমছে। অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার ২২ লাখেরও বেশি। নমুনা পরীক্ষা ৪ কোটি ৭০ লাখেরও বেশি। অ্যাক্টিভ সংক্রমণের সংখ্যা কমছে পশ্চিমবঙ্গ, অন্ধ্র, কেরল, বিহার, তামিলনাডুতে।
إرسال تعليق
Thank You for your important feedback