এপর্যন্ত আধা সামরিকবাহিনীর ৩২,২৩৮ জন জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, সিআরপিএফের ৯,১৫৮ জন, বিএসএফের ৮,৯৩৪ জন, সিআইএসএফের ৫,৫৪৪ জন, আইটিবিপির ৩,৩৮০ জন, সীমা সুরক্ষা বলের ৩,২৫১ জন, অসম রাইফেলসের ১,৭৪৫৬ জন এবং এনএসজির ২২৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। সবথেকে বেশি আক্রান্ত সিআরপিএফের জওয়ানরা, ৮৪.৪ শতাংশ। বিএসএফের ৮০.৪১ শতাংশ ও সিআইএসএফের ৭৫.২৫ শতাংশ আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরিখে সবথেকে বেশি সিআইএসএফ। তারপর অসম রাইফেলস ও সিআরপিএফ।
إرسال تعليق
Thank You for your important feedback