দেশে ফের রেকর্ড করোনা সংক্রমণের। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৯৭,৫৭০ জন। মারা গিয়েছেন ১,২০১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়ে গিয়েছে। মোট আক্রান্ত এখন ৪৬,৫৯,৯৮৫ জন। মোট মৃত ৭৭,৪৭২ জন। সুস্থ হয়েছেন ৩৬,২৪,১৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট আক্রাম্তের তিন-চতুর্থাংশই সেরে উঠেছেন। সুস্থতার হার এখন ৭৭,.৬৫ শতাংশ। আক্টিভ কেস ২০.৭ শতাংশ। তা মোট সংক্রমণের এক-চতুর্থাংশ। ক্রমেই আক্রান্ত ও সুস্থ হওয়ার ফারাকটা বাড়ছে। অন্যদিকে, দেশে তৈরি করোনা টিকা কোব্যাক্সিনের পরীক্ষা পশুদেহে সফল হয়েছে বলে দাবি করেছে ভারত বায়োটেক।
[ আরও পড়ুন : করোনা পজিটিভ কলকাতার পুলিশ কমিশনার ]
إرسال تعليق
Thank You for your important feedback