পঞ্চাশে পা আনন্দের

 

ভারতীয় চলচিত্রে দুই অভিনেতাই সুপার ষ্টার হতে পেরেছিলেন অন্তত সিনেমা প্রেমীদের ভোটে। রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন। আরাধনা ছবি করে সুপারস্টার হন রাজেশ। পরিচালক হৃষিকেশ মুখার্জির একটি ছবি করার বাসনা ছিল, এই আনন্দ। একসময়ে ভেবেছিলেন রাজ কাপুর ও উত্তমকুমারকে নিয়ে ছবিটি করবেন কিন্তু শেষ পর্যন্ত উত্তম রাজি না হওয়ায় চিত্রনাট্যটি তুলে রেখেছিলেন। পরে রাজেশকে অনুরোধ করলে তিনি একবারেই রাজি হন এবং নামমাত্র অর্থে। এবারে সিনেমায় নতুন আসা ফ্লপ হিরো অমিতাভকে অন্য ভূমিকায় নিতে অনুরোধ করেন জয়া ভাদুড়ি। সুযোগ আসে, এরপর ইতিহাস। ভারতীয় সিনেমায় আনন্দ সমকালীন ও চিরকালীন বলেছিলেন প্রয়াত অভিনেতা সঞ্জীব কুমার। আজ রাজেশ প্রয়াত এবং মৃত্যুও আনন্দের মতো ক্যান্সারে। বাবুমশাই অমিতাভ আজও বলিউডের শীর্ষ অভিনেতা। এত নাম ডাকের পরও অমিতাভ বিশ্বাস করেন "আনন্দ" তাঁর জীবনের প্রথম পরিচিতি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم