১২ সেপ্টেম্বর থেকে আরও ৮০টি বিশেষ ট্রেন চালাবে রেল। সেগুলির রিজার্ভেশন শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। শনিবার রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানান, পরীক্ষা বা অন্য কোনও জরুরি কারণে রাজ্যগুলি বাড়তি ট্রেন চাইলে তা দেওয়া হবে। ইতিমধ্যেই ২১০টি বিশেষ ট্রেন চলাচল করছে। তার সঙ্গে চলবে এই ৪০ জোড়া ট্রেনও। রেল সবকটি ট্রেন দেখে কোথায় বেশি প্রয়োজন তা ঠিক করবে। এর আগে রেল জানিয়েছিল, NEET এবং JEE পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছিল।
إرسال تعليق
Thank You for your important feedback