ভগৎ সিংয়ের গ্রামে অবস্থানে অমরিন্দর, যাচ্ছেন সুপ্রিম কোর্টে

 

শহিদ ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানে কৃষিবিলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এদিন ছিল ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী। সংসদে পাশ হওয়া তিনটি কৃষি বিলে রবিবার স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অমরিন্দর জানান, কৃষি আইনের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা করবেন। তিনি বলেন, পাঞ্জাবের বেশিরভাগ কৃষকই ক্ষুদ্র ও প্রান্তিক। এই জনবিরোধী কৃষি আইনে তাঁরা চরম দুর্দশায় পড়বেন। জানা গিয়েছে, এর বিরুদ্ধে আইনি পথও খুঁজছেন তিনি। গত কদিন ধরেই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে কৃষকদের আন্দোলন চলছে। কর্নাটকেও সোমবার চলছে বনধ। সেখানে কংগ্রেস, জে ডি (এস) ও বামদলগুলি বিভিন্ন এসাকায় বিক্ষোভ দেখান। গ্রেফতারও হয়েছেন অনেকে। দাভনগেরেতে বনধ ছিল সর্বাত্মক। কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই বিক্ষোভে অংশ নিতে পাঞ্জাব যাচ্ছেন। সেখানে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। তারপর যাবেন হরিয়ানায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم