অ্যালেক্সায় প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসাবে শোনা যাবে বলিউড শাহেনশার কন্ঠস্বর। ২০১৯ সালে প্রথম কোন হাইপ্রোফাইল সেলিব্রিটির সঙ্গে যুক্ত হয় অ্যালেক্সা। ওই সময় হলিউড তারকা স্যামুয়েল জ্যাকসনের কন্ঠ ব্যবহার করা হয়েছিল। তবে তা শুধু আমেরিকাতে শোনা যায়। ভারতে অ্যালেক্সার ব্যহারকারীরা অমিতাভের কন্ঠে শুনতে পারবেন জোকস, আবহাওয়ার আপডেট, শায়রি সহ অনেক কিছু। ভারতীয় ইউজারদের কথা ভেবেই বিগ বি এর সঙ্গে হাত মিলিয়েছে আমাজন সংস্থার পক্ষ থেকে তেমনটাই জানানো হয়েছে। অ্যালেক্সা পরিচালিত যন্ত্রে বলতে হবে, অ্যালেক্সা, সে হ্যালো টু মিস্টার বচ্চন। তা হলেই যন্ত্রে বেজে উঠবে সেই চির পরিচিত ব্যারিটোন ভয়েস।
إرسال تعليق
Thank You for your important feedback