চিন্তা বাড়ল দিল্লি ক্যাপিটালসের।রবিবার দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে আইপিএল ম্যাচের আগে তাদের পেসার ইশান্ত শর্মা চোট পেয়েছেন। শনিবার প্র্যাকটিসের সময় জখম হয়েছেন তিনি। রবিবারের ম্যাচের আগে তাঁকে পরীক্ষা করে দেখা হবে তিনি খেলতে পারবেন কিনা। তারপর সিদ্ধান্ত নেবে দলের মেডিকেল টিম। জানুয়ারিতেও গোড়ালিতে চোটের জন্য সাইডলাইনে বসতে হয়েছিল তাঁকে। ৩২ বছরের ইশান্ত খেলায় ফিরে আসেন ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে। তখন ফের চোট পান সেই গোড়ালিতেই। গতবছরের আইপিএলে ইশান্ত ১৩টি ম্যাচ খেলেছিলেন। পেয়েছিলেন ১৩টি উইকেট। গড় ছিল ৭.৫৮। এবার দিল্লি ক্যাপিটালসে এসেছেন রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, মার্কাস স্টোইনিসরা।
إرسال تعليق
Thank You for your important feedback