বলিউড তারকা রাজ কাপুর আর দিলীপ কুমারের পৈতৃক বাড়ি সংরক্ষণের জন্য কিনে নিচ্ছে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি দুটিই এখন প্রায় ধ্বংসস্তূপ। প্রদেশের পুরাতাত্ত্বিক বিভাগ এই বাড়ি দুটিকে জাতীয় ঐতিহ্য বলে ঘোষণা করেছে। পেশোয়ারের একেবার মাঝখানে রয়েছে বাড়িদুটি। বাড়ি দুটির কী দর তা জানতে পেশোয়ারের ডেপুটি কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে তারা। পুরাতত্ত্ব বিভাগের প্রধান আবদুস সামাদ খান জানিয়েছেন, ফিল্মজগতের দুই মহান শিল্পীর জন্ম এবং বেড়ে ওঠা এই বাড়ি দুটিতেই। পেশোয়ারের কিস্সা খোয়ানি বাজারে রাজ কাপুরের পৈতৃক বাড়িটি কাপুর হাভেলি বলেই পরিচিত। ১৮১৮ থেকে ১৯২২ সালের মধ্যে বাড়িটি বানিয়েছিলেন রাজের ঠাকুরদা দেওয়ান বশেশ্বরনাথ কাপুর। রাজ এবং তাঁর কাকা ত্রিলোক কাপুরের জন্ম এই বাড়িতেই। সেখানে একটি মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই এলাকায় রয়েছে দিলীপ কুমারের শতবর্ষপ্রাচীন বাড়ি। এর আগে বাড়ি দুটির মালিকরা সেখানে শপিং মল করতে চেয়েছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা আটকে দেওয়া হয়।
إرسال تعليق
Thank You for your important feedback