হোয়াইট হাউসের ঠিকানায় বিষভরা চিঠি

হোয়াইট হাউসের ঠিকানায় বিষ ভরা খাম। চিঠিটি এসেছে কানাডা থেকে। গোয়েন্দারা বলছেন, বিষটি মারাত্মক প্রাণঘাতী রাইসিন। এই বিষ সামান্য পরিমাণে শরীরে গেলে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু অনিবার্য। এর কোনও প্রতিষেধক নেই। এই চিঠির পরই তোলপাড় পড়েছে মার্কিন নিরাপত্তা বিভাগে। মার্কিন এফবিআইয়ের সঙ্গে তদন্তে নেমেছে কানাডার পুলিশ। চিঠিটি হোয়াইট হাউসে পৌঁছনোর আগেই সরকারি ডাকবিভাগে আটকানো হয়েছে। সরকারিভাবে কোনও মন্তব্য করেনি গোয়েন্দা বিভাগ। এর আগেও একাধিকবার মার্কিন অফিসারদের নামে এমন বিষভরা খাম পাঠান হয়েছে। ২ বছর আগে উটার উইলিয়াম ক্লাইড অ্যালেন ট্রাম্পের বিরুদ্ধে বিষের হুমকি দেওয়ায় দোষী সাব্যস্ত হয়েছে। ২০১৪ সালে টেক্সাসের এর অভিনেতা বারাক ওবামাকে এমন চিঠি পাঠানোয় গ্রেফতর হন। একই অভিযোগে ২৫ বছরের জেলে গিয়েছে মিসিসিপির একজন। তিনিও ওবামার নামে বিষ পাঠিয়েছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم