বাড়িতে ছিল মনসা পুজো। আর এই সুযোগেই বছর ১৬-র কিশোরীকে ধর্ষণ করল প্রতিবেশি যুবক। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার ঘূর্ণি নতুনপাড়া এলাকায়। শুক্রবার মধ্যরাতেই ওই কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করে মহিলা থানায়। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর মহিলা থানার পুলিশ। নির্যাতিতার পরিবারের দাবি, বৃহস্পতিবার বাড়িতে মনসা পুজো ছিল। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ১৬ বছরের কিশোরী দোকানে যায়। সেই সময় তাঁদের এক প্রতিবেশী আত্মীয় ঘুরতে যাওয়ার নাম করে কিশোরীকে নিয়ে যায় একটি নির্জন স্থানে। এরপরই তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত।
সেই সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি কিশোরীর পরিবারেরে। মাঝরাত পার হলেও কিশোরী বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু হয় এলাকায়। পরে ওই ওই কিশোরী নিজেই ফিরে আসে বাড়ি এবং মাকে সব কথা খুলে বলে। মাঝরাতেই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরই পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে মদ্যপ ওই যুবককে গ্রেফতার করে। কিশোরীর মেডিকেল পরীক্ষাও করানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হবে। ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা।
إرسال تعليق
Thank You for your important feedback