ভাইঝিকে উত্তক্ত করা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন কাকা। তার জেরেই সস্ত্রীক খুন হতে হল কাকাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়ায়। স্থানীয় নিঘাটা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম রামকৃষ্ণ মণ্ডল ও রানি মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে ঘরের চৌকাঠেই তাঁদের গুলি করে একদল দুষ্কৃতী। পরিবারের দাবি, মাঝরাতে বাড়ির বাইরে আওয়াজ পেয়ে দরজা খোলেন রামকৃষ্ণ মণ্ডল। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রীও। তাঁকেও খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী-স্ত্রী।
রামকৃষ্ণবাবুর বুকে ও রানির মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি, রামকৃষ্ণ মণ্ডলের ভাইঝিকে উত্তপ্ত করত এলাকার এক যুবক। এই নিয়ে একাধিকবার অশান্তিও হয়েছিল। কয়েকদিন আগেই তাঁদের ঘরে অ্যাসিড হামলা চালায় ওই যুবক। মঙ্গলবার রাতে বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে বলেই দাবি পরিবারের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত পলাতক। তবে পুলিশ দু’জনকে আটক করেছে ঘটনায় জড়িত থাকার সন্দেহে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল থেকেই নিঘাটা এলাকা থমথমে।
إرسال تعليق
Thank You for your important feedback