কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল বসিরহাটে। এমনকি এই ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি ওই নাবালিকার মাথাও কামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতেই ওই নাবালিকা নিজেই বাবার সঙ্গে বসিরহাট থানায় গিয়ে প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৪ বছরের সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে কাজের প্রলোভন দেখিয়ে অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়েছিল প্রতিবেশী এক যুবক। যাকে ওই নাবালিকা কাকা বলেই ডাকতো। অভিযুক্তের নাম সাদ্দাম গাজি।
অভিযোগ, অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে ওই নাবালিকা ছাত্রীকে কাজের বদলে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে সাদ্দাম। । এই সময় একাধিকবার ফোন করে পরিবারের লোকজনের সাহায্য চায় ওই সপ্তম শ্রেণীর ছাত্রী। কিন্তু লকডাউন শুরু হওয়ার জন্য বাড়ি ফিরিয়ে আনতে পারছিলেন না ওই নাবালিকার পরিবার। অভিযুক্ত যুবক ওই রাজ্যে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এরপর আগস্ট মাসের শুরুতেই ওই নাবালিকাকে নিয়ে পাইকপাড়ার বাড়িতে ফিরে আসে অভিযুক্ত সাদ্দাম গাজী। অভিযোগ, তখনই ওই নাবালিকা মুখ খোলায় তাঁর মাথা কামিয়ে দেয় সাদ্দাম। এরপরই তাঁকে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা উদ্ধার করে বসিরহাট নিয়ে আসেন। বুধবার রাতেই বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। যদিও অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback