সোশাল মিডিয়ায় বিভিন্ন সেলেবদের ওর্য়াক আউট দেখে আমরা অভ্যস্ত। সেলেবদের পাশাপাশি তাদের পুত্রকন্যারাও যে ফিটনেস ফ্রিক হতে পারে তা প্রমাণ করলেন আমির কন্যা। বলিউডে মিস্টার পারফেকসনিস্ট হিসাবে পরিচিত আমির খান। নিয়মিত শরীরচর্চা করা তাঁর অভ্যাস, তাঁর কন্যা ইরাও যে তাঁর বাবার মতোই ফিট তা প্রমাণ হল সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবির মাধ্যমে। যেখানে ইরাকে দেখা যাচ্ছে হাতের উপর ভর দিয়ে গোটা শরীরকে ব্যালান্স করছেন তিনি। যাকে বলে একদম পারফেক্ট হ্যান্ড স্ট্যান্ড। আমির কন্যার এই অ্যাথলেটিক স্ট্যান্ট অবাক করছে সকলকে।
إرسال تعليق
Thank You for your important feedback