মাত্র ২ দিনে বিরোধীহীন রাজ্যসভায় পাশ হয়েছে ১৫টি বিল। মঙ্গলবার পাশ হয়েছে ৭টি, বুধবারে ৮টি। কৃষিবিল নিয়ে বিরোধীদের বাধার পর ৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তারই প্রতিবাদে রাজ্যসভা বয়কট করেন বাকি বিরোধী সাংসদরা। সভা ছিল বিরোধীশূন্য। তারইমধ্যে পাশ হয়ে গিয়েছে বিতর্কিত তিনিট শ্রম আইন সংশোধনী বিল। প্রায় সব শ্রমিক সংগঠন, এমনকী, আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএসও এই সংশোধনীতে আপত্তি জানিয়েছিল। অধিবেশন শেষের বক্তৃতায় চেযাম্যান বেঙ্কাইয়া নাইডু বলেছেন, অতীতে সদস্যদের ওয়াকআউটের মধ্যেও বিল পাশ হওয়ার নজির রয়েছে। ২০১৩ সালে অর্থবিল ও ব্যায়ানুমোদন বিল এভাবেই পাশ হয়েছিল। অন্যদিকে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বিরোধীদের তরফে। তাদের বক্তব্য, যেভাবে বিল পাশ করানো হয়েছে, তা অসাংবিধানিক।
إرسال تعليق
Thank You for your important feedback