করোনা আবহে লকডাউনের সময় ভিন রাজ্যের শ্রমিকদের সাহায্য করেছিলেন তিনি। শ্রমিকরা যখন নিজেদের রাজ্যে না ফিরতে পেরে সমস্যায় পড়েছিলেন, তাদের পাশে দাঁডিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। গাড়ি ভাড়া করে সেরকমই বেশ কিছু ভিনরাজ্যের শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি তাদের থাকা খাওয়ারও দায়িত্ব নিয়েছিলেন সোনু সুদ। আর এবার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের স্কলারশিপের ব্যবস্থা করছেন অভিনেতা। যে সব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, উচ্চশিক্ষায় আগ্রহী কিন্তু অর্থনৈতিক কারণে পারছে না তাঁদের জন্য এবার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সোনু সুদ। স্বপ্নপূরণের লক্ষ্যে অর্থনৈতিক সমস্যা যেন বাধা না হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীদের, সেকারণই এই সিদ্ধান্ত তাঁর, নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। সোনুর কথায় ভারতের উন্নতি তখনই হবে যখন পড়াশোনা করবে সবাই।
Hindustaan Badhega Tabhi, Jab Padhenge Sabhi!— sonu sood (@SonuSood) September 12, 2020
Launching full scholarships for students for higher education.I believe,financial challenges should not stop any one from reaching their goals.Send in ur entries at scholarships@sonusood.me (in next 10 days) & I will reach out to u🇮🇳 pic.twitter.com/JPBuUUF23s
إرسال تعليق
Thank You for your important feedback