বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলিবিদ্ধ ২

আবারও শাসকদলের গোষ্ঠীকোন্দল। আবারও যুব বনাম মাদার তৃণমূল কংগ্রেসের লড়াই। এরই জেরে ভিড়ে ঠাসা বাসন্তী বাজারে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মাদার তৃণমূল কংগ্রেসের দুই কর্মী। অভিযোগের তির যুব তৃণমূলের দিকেই। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী। রাতের দিকে স্থানীয় ভরতগড় বাজারেই চলে গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম জাকির হোসেন ও মোল্লা সহিদুল পাখিরা। তাঁদের স্থানীয়রাই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে দুজনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


তবে পুলিশ জানিয়েছে, জাকির হোসেন স্থানীয় তৃণমূল নেতা হলেও সহিদুল একজন ফেরিওয়ালা। জাকিরের ওপরই হামলার ঘটনা ঘটে, তাঁকে লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। সেই গন্ডগোলের মধ্যে পড়েই গুলিবিদ্ধ হয়েছেন মোল্লা সহিদুল পাখিরা নামে ওই ফেরিওয়ালা। পুরো ঘটনায় অভিযোগের তির যুব তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব। রাতেই ভরতগড় বাজারে বিশাল পুলিশ বাহিনী যায়। রাতভর তল্লাশি চালালেও কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালেও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলেরই কয়েকটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। বাসন্তীর বিভিন্ন এলাকায় এই দ্বন্দ্বের জেরে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে। বোমা-গুলির ঘটনাও হয়েছে। তবুও গোষ্ঠী কোন্দল থামার লক্ষণ নেই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم