আবারও কলকাতা থেকে লন্ডনের মধ্যে সরাসরি উড়ান চালু হচ্ছে। এবার উড়ান চালাবে রাষ্ট্রায়ত্ব বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। আগামী ১ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে কলকাতা সহ দেশের আরও ৯টি শহরের সঙ্গে বিমান পথে সরাসরি যুক্ত হবে লন্ডন। বন্দে ভারত মিশনেই চালানো হবে বিমানগুলি। এয়ার ইন্ডিয়া টুইট করে জানিয়েছে, বর্তমানে বন্দে ভারত মিশনে যে পরিষেবা চালু আছে তার সঙ্গে এই ১০টি শহরের সঙ্গে লন্ডনের বিমানও চালাবে তাঁরা। কলকাতা বাদে শহরগুলি হল দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কোচি, অমৃতসর, আহমেদাবাদ, হায়দরাবাদ ও গোয়া।
এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, সপ্তাহে দুদিন চলবে লন্ডনের সরাসরি বিমান। প্রতি বৃহস্পতিবার ও রবিবার কলকাতা থেকে ও বুধবার ও শনিবার লন্ডন থেকে উডা়ন ছাড়া হবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, করোনা মহামারীর জেরে বিশ্বজুড়েই প্রায় সাধারণ বিমান পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে বিদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ও জরুরী কাজে বিদেশে যাওয়ার জন্য বন্দে ভারত মিশনে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া।#FlyAI: Now Fly #NonStop from #London to 10 Indian cities.— Air India (@airindiain) September 2, 2020
Air India will operate additional flights in addition to existing flights under #VBM from 1st - 24th October 2020. pic.twitter.com/8HmCA1LAg7
إرسال تعليق
Thank You for your important feedback