প্রায় ৬ মাস বন্ধ থাকার পর বাংলাদেশের সব সিনেমা হল আগামী ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে তথ্যমন্ত্রকের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রদর্শক সমিতির প্রাক্তন উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে। করোনা মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়। করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রের। পাঁচ মাস বন্ধের পর সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হলগুলো। ফলে, দীর্ঘদিন ধরে বেকার আছেন সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা। সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা তাদের জন্য স্বস্তির সংবাদ।
إرسال تعليق
Thank You for your important feedback