করোনার জেরে দীর্ঘ প্রথা ভেঙে এবার বাতিল হল সর্বদলীয় বৈঠক। সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে প্রথা মেনে হয় সর্বদলীয় বৈঠক। কিন্তু এবার করোনার জেরে সেই বৈঠক বাতিল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গত দু’দশকেও এরকম ঘটনা ঘটেনি বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে সূত্রের খবর, বাদল অধিবেশন শুরুর আগে স্পিকার রবিবার সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক করবেন। সেখানেই আলোচনা হবে বাদল অধিবেশনের সম্ভাব্য আলচ্য বিষয়গুলি নিয়ে।
উল্লেখ্য, চলতি বছরে করোনা ভাইরাসের প্রকোপে সংসদের বাদল অধিবেশন যেমন পিছিয়েছে, তেমনই অধিবেশনের সময়েও কোপ পড়েছে। এছাড়া সংক্রমণ রুখতে নানান বিধিনিষেধ আরোপ হচ্ছে এবার। প্রতিবারই সংসদের অধিবেশনের আগে স্পিকার সর্বদলীয় বৈঠক ডাকেন। শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে বোঝাপড়ার উদ্দেশ্যেই এই বৈঠক হয়ে থাকে। কিন্তু করোনাকালে এটা আর হচ্ছে না। আগেই জানানো হয়েছিল, এবারের অধিবেশনে জিরো আওয়ার থাকলেও থাকছে না প্রশ্ন-উত্তর পর্ব। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এবারের বৈঠক বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে। করোনা মোকাবিলায় কেন্দ্রের পরদক্ষেপ, লাদাখ ইস্যু সহ অধিবেশন কাটছাঁট নিয়ে বিরোধী দলগুলির সরব হওয়ার সম্ভবনা প্রবল।
উল্লেখ্য, চলতি বছরে করোনা ভাইরাসের প্রকোপে সংসদের বাদল অধিবেশন যেমন পিছিয়েছে, তেমনই অধিবেশনের সময়েও কোপ পড়েছে। এছাড়া সংক্রমণ রুখতে নানান বিধিনিষেধ আরোপ হচ্ছে এবার। প্রতিবারই সংসদের অধিবেশনের আগে স্পিকার সর্বদলীয় বৈঠক ডাকেন। শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে বোঝাপড়ার উদ্দেশ্যেই এই বৈঠক হয়ে থাকে। কিন্তু করোনাকালে এটা আর হচ্ছে না। আগেই জানানো হয়েছিল, এবারের অধিবেশনে জিরো আওয়ার থাকলেও থাকছে না প্রশ্ন-উত্তর পর্ব। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এবারের বৈঠক বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে। করোনা মোকাবিলায় কেন্দ্রের পরদক্ষেপ, লাদাখ ইস্যু সহ অধিবেশন কাটছাঁট নিয়ে বিরোধী দলগুলির সরব হওয়ার সম্ভবনা প্রবল।
إرسال تعليق
Thank You for your important feedback