কেবিসি সেটে বিগ বি-র নজরকাড়া ফেসশিল্ড

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। তারই সিজন ১২-র শ্যুটিং শুরু হয়েছে করোনা আবহেই। মাসখানেক আগেই করোনা পজিটিভ হয়েছিলেন শোয়ের সঞ্চালক বিগ বি। হাসপাতেলে ভর্তিও ছিলেন তিনি। করোনা মুক্ত হয়ে সিজন ১২-র শ্যুটিং শুরু করেন তিনি। ৭৭ বছর বয়সী এই অভিনেতা সাময়িক ধাক্কা খেলেও করোনা হার মানিয়ে কেবিসির সেটে ফিরে চুটিয়ে কাজ করছেন। তবে কাজের মধ্যেও যথেষ্ট সচেতন ও সজাগ অমিতাভ বচ্চন। কোভিড প্রটোকল যথাযথ ভাবে মানছেন তিনি। স্যানিটাইজার, পিপিই কিট থেকে শুরু করে যাবতীয় সুরক্ষা কবজ নিয়ে ক্রু মেম্বাররা কাজ করছেন , সেই সংক্রান্ত ছবি তিনি নিয়মিত পোস্ট করছেন অমিতাভ বচ্চন। এই মধ্যেই নজর কেড়েছে তাঁর অভিনব ফেসশিল্ডটি। সোশাল মিডিয়ায় নিজের নতুন ফেসশিল্ড পড়া ছবি শেয়ার করেছেন বলিউডের শাহেনশা। নীল রঙের স্যুট আর সেইসঙ্গে অভিনব ফেসশিল্ড পড়া ছবি বেশ জনপ্রিয় হয়েছে নেটিজেনদের মধ্যে। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নিরাপদে থাকুন, সুরক্ষায় থাকুন’।
View this post on Instagram

... be safe .. and be in protection ..

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم